সোমবার, ১৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

৬০টি কুকুরকে ধর্ষণ করে হত্যা, ২৪৯ বছর জেল প্রাণী বিজ্ঞানীর

৬০টি কুকুরকে ধর্ষণ করে হত্যা, ২৪৯ বছর জেল প্রাণী বিজ্ঞানীর

ব্রিটিশ প্রাণী বিজ্ঞানী অ্যাডাম ব্রিটোনকে দোষী সাব্যস্ত করেছে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ আদালত। ১৮ মাসে পাশবিক অত্যাচারে ৬০টির বেশি কুকুরকে হত্যার অভিযোগ ওঠে অ্যাডামের বিরুদ্ধে। তার বিরুদ্ধে মামলাও হয় ৬০টি। এসব ঘটনায় ২৪৯ বছরের কারাদন্ড দিয়েছেন ওই আদালত। গত বছর সেপ্টেম্বর মাসে প্রাণীর ওপরে নৃশংস অপরাধের ঘটনা সামনে আসে। তখনই কুমির বিশেষজ্ঞ প্রাণী বিজ্ঞানীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। আদালতে শুনানির সময় সরকারি কৌশলী দাবি করেন, যন্ত্রণাদায়ক যৌনতায় আসক্ত ছিলেন অ্যাডাম। প্রাণী বিজ্ঞানী বলেই পরিচিতরা তার কাছে নিশ্চিন্তে পোষ্যকে রেখে বেড়াতে যেতেন। তখনই পশুগুলোকে ধর্ষণ করতেন এবং হত্যা করতেন। অত্যাচার চালানোর জন্য একটি বড় শিপিং কন্টেনারকে ব্যবহার করতেন  অ্যাডাম।  এমনকী পৈশাচিক ওই কান্ডের ভিডিও তুলে রাখতেন। শুনানির সময় আদালতে সেই ভিডিও চালানোর আগে কোর্ট রুম খালি করে দেন বিচারক। যাবতীয় অভিযোগ মেনে নিয়েছেন অ্যাডাম। যদিও মক্কলের মানসিক স্বাস্থ্যের চিকিৎসা চলছে বলে যুক্তি দিয়েছেন আইনজীবী।

 

সর্বশেষ খবর