মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

নভেম্বরে ফের শান্তি সম্মেলন করতে চান জেলেনস্কি

নভেম্বরে ফের শান্তি সম্মেলন করতে চান জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে কোনোভাবেই লড়াইয়ে টিকতে পারছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ অবস্থায় তিনি বলেছেন, আগামী নভেম্বরের মধ্যে একটি শান্তি পরিকল্পনার সব কিছু প্রস্তুত করতে চান। যাতে তার শান্তির দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে পারে কিয়েভ। গতকাল তিনি এ কথা বলেছেন বার্তা সংস্থা রয়টার্স। জেলেনস্কি এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমি লক্ষ্য স্থির করেছি নভেম্বরের মধ্যে আমরা একটি সম্পূর্ণ প্রস্তুত পরিকল্পনা পেয়ে যাব। গত সপ্তাহে ওয়াশিংটনে ন্যাটো জোটের এক সম্মেলনে অংশ নিয়ে দেশে ফেরার পর গতকাল কিয়েভে এ মন্তব্য করেছেন জেলেনস্কি। রাশিয়ার সর্বাত্মক হামলার ২৮ মাস পর ন্যাটোর এ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত মাসে সুইজারল্যান্ডে প্রথম শান্তি সম্মেলনের আয়োজন করে ইউক্রেন। যেখানে ৯২টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, কিন্তু রাশিয়া ছিল না। কিয়েভ জানিয়েছে, তারা পরবর্তী সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিদের আমন্ত্রণ জানাতে পারে।

 

 

সর্বশেষ খবর