মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪১, মৃতের সংখ্যা ৩৮৬০০

শনিবারের বিমান হামলায় হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডার রাফা সালামা নিহত হয়েছেন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার মাত্রা বেড়েই চলেছে। আবারও ইহুদিবাদীদের ভয়াবহ বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ১৪১ ফিলিস্তিনি। এতে গত ৯ মাসে গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংস হামলায় নিহত হয়েছেন ৩৮ হাজার ৫৮৪ জন। যাদের বেশির ভাগ নারী এবং শিশু।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। আর গত ৯ মাসে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮৮১ জনে। ইসরায়েল গাজার যে অঞ্চলগুলোকে নিরাপদ জোন হিসেবে চিহ্নিত করেছিল সম্প্রতি ওই অঞ্চলগুলোতেই হামলা জোরালো করেছে তেলআবিব। মন্ত্রণালয়টি জানিয়েছে, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে যাদের উদ্ধার করা সম্ভব হয়নি। গত ৯ মাসে গাজার যেসব স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল সব জায়গা থেকে চাপা পড়া মানুষদের উদ্ধার করা সম্ভব হয়নি। সে ক্ষেত্রে হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা মন্ত্রণালয়ের। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী বলছে, গাজার দক্ষিণাঞ্চলে গত শনিবারের বিমান হামলায় ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডার রাফা সালামা নিহত হয়েছেন। ইসরায়েলে গত বছর ৭ অক্টোবরে হামাসের সংঘটিত হামলার নেতৃত্ব দেওয়াদের একজন রাফা সালামা।

 

সর্বশেষ খবর