শিরোনাম
মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

রাজ্যসভাতেও বিজেপির পতন, সংখ্যাগরিষ্ঠতা হারাল এনডিএ

লোকসভার পর এবার রাজ্যসভা। বিজেপির ‘পতনের ধারা’ অব্যাহত। রাজ্যসভাতেও সংখ্যাগরিষ্ঠতা হারাল এনডিএ। রাজ্যসভায় বর্তমান সাংসদ সংখ্যা ২২৫। এর মধ্যে ইন্ডিয়া জোটের সাংসদ সংখ্যা ৮৭। যার মধ্যে কংগ্রেসের সাংসদ ২৬ জন, তৃণমূলের সাংসদ ১৩ জন, আম আদমি পার্টি ও ডিএমকে-র সাংসদ রয়েছে ১০ জন। আর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র সাংসদ সংখ্যা দাঁড়িয়েছে ১০১-এ। মূলত বিজেপির ৪ জন মনোনীত সাংসদ অবসর নেওয়ায় রাজ্যসভায় বিজেপির সাংসদ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮৬-তে। যা কিনা ২৪৫ সাংসদ বিশিষ্ট রাজ্যসভার ‘মেজরিটি মার্ক’ ১১৩ থেকে ১২ কম। রাজ্যসভায় শনিবার মেয়াদ শেষ হয়েছে রাকেশ সিনহা, রাম শকল, সোনাল মানসিং ও মহেশ জেঠমালানির। সংখ্যাগরিষ্ঠতা না থাকায় এনডিএ এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না।

তাদের নির্ভর করতে হবে ‘বন্ধু দল’ এআইএডিএমকে ও ওয়াইএসআর কংগ্রেসের ওপর। পাশাপাশি, এবার রাজ্যসভায় নীতি নির্ধারণের ক্ষেত্রে বড় ফ্যাক্টর হয়ে দেখা দিতে পারে নবীন পট্টনায়েকের বিজেডি।

সর্বশেষ খবর