বুধবার, ১৭ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ইসরায়েলের তিন সংস্থা, পাঁচ নাগরিকের ওপর ইইউর নিষেধাজ্ঞা

ফিলিস্তিনিদের নিপীড়ন ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি গাজায় ত্রাণ সরবরাহ বাধার দায়ে ইসরায়েলের পাঁচ নাগরিক ও তিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইইউয়ের প্রশাসনিক বিভাগ ইউরোপিয়ান কমিশন। নিষেধাজ্ঞা পাওয়া পাঁচজন ইসরায়েলির মধ্যে রয়েছেন- উগ্র ডানপন্থি কর্মী বেনজি গোপস্টেইন ও বারুচ মার্জেল, অ্যাক্টিভিস্ট মোশে শারভিট, জেভি বার ইয়োসেফ ও ইসাচার মান্নে।

আর তিন সংস্থার মধ্যে দুটি হলো শারভিট ও বার ইয়োসেফের অবৈধ ফাঁড়ি, যথাক্রমে মোশে’স ফার্ম ও জেভি’স ফার্ম নামে পরিচিত অনুমোদন করেছিল। ইসাচার মান্নে পশ্চিম তীরে একটি অবৈধ ফাঁড়ি প্রতিষ্ঠা করেছিলেন, যা ইইউ নিষেধাজ্ঞার ঘোষণার বিবৃতিতে উল্লেখ করেছে। আরেকটি সংস্থা হলো টিজাভ ৯। এ সংস্থাটি মূলত একটি কর্মী গোষ্ঠী, যারা হামাসের সঙ্গে যুদ্ধের মধ্যে গাজা উপত্যকায় মানবিক সহায়তা বিতরণের বিরোধিতা করে ও প্রায়ই সহিংসভাবে নাশকতার চেষ্টা করে। যে পাঁচ ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, সেসব ব্যক্তি ও সংস্থার কর্মীরা ইউরোপের কোনো দেশে ভ্রমণ করতে পারবেন না। তাছাড়া ইউরোপের কোনো দেশে যদি তাদের সম্পদ থেকে থাকে, সেসবও বাজেয়াপ্ত করা হবে। ইইউয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তি ও সংস্থাগুলো ২০২৩ সালের ৯ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে দাঙ্গা-সহিংসতায় উসকানি দিচ্ছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে গাজায় খাদ্য, পানি ও জ্বালানির প্রবেশে নিয়মিত বাধা দেওয়ারও অভিযোগও রয়েছে। এদিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ ইইউয়ের এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, এমন নিষেধাজ্ঞা অগ্রহণযোগ্য ও বন্ধুত্বের জন্য বড় ধরনের বাধা। ইসরায়েলের ডানপন্থি ব্যক্তি-সংস্থাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও ইসরায়েল-ইইউর বন্ধুত্বের অপমান করা একই রকম।

সর্বশেষ খবর