বুধবার, ১৭ জুলাই, ২০২৪ ০০:০০ টা

কাশ্মীরে মেজরসহ চার সেনা নিহত

ভারতের উত্তরাঞ্চলীয় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক মেজরসহ চার সেনা নিহত হয়েছেন। সোমবার জম্মু-কাশ্মীরের দোদা জেলায় গোলাগুলির এ ঘটনাটি ঘটে। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির সুনির্দিষ্ট তথ্য পেয়ে রাত প্রায় ৭টা ৪৫ মিনিটের দিকে ডোডার দেশা বনে যৌথ অভিযান শুরু করে রাষ্ট্রীয় রাইফেলস আর জম্মু ও কাশ্মীর পুলিশের বিশেষ অভিযান বাহিনী। রাত ৯টার দিকে যৌথ বাহিনী সন্ত্রাসীদের মুখোমুখি হলে তুমুল গোলাগুলি শুরু হয়। এ গোলাগুলিতে ক্যাপ্টেন ব্রিজেশ থাপা, নায়েক ডি রাজেশ, সিপাহী বিজেন্দ্র ও সিপাহী অজয় নিহত হন। ভারতের সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এ তথ্য জানিয়েছে।

পোস্টে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার জানায় সেনাবাহিনী। সোমবার রাতে সেনাবাহিনী এক্সে পোস্ট করে জানায়, রাত ৯টায় জঙ্গিদের সঙ্গে সংঘাত শুরু হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, এ সংঘাতে কয়েকজন সাহসী যোদ্ধা আহত হয়েছেন। কর্মকর্তারা জানান, এ অভিযানে অন্তত পাঁচ সেনা গুরুতর আহত হন। এর আগে, গত সপ্তাহে জম্মুর কাঠুয়া অঞ্চলে জঙ্গি হামলায় পাঁচ ভারতীয় সেনা নিহত হন। এ ছাড়া গত ৩২ মাসে জম্মুতে জঙ্গি হামলায় ৪৮ ভারতীয় সেনা নিহত হয়েছেন।

 

সর্বশেষ খবর