বুধবার, ১৭ জুলাই, ২০২৪ ০০:০০ টা

তার পরও বন্দুক আইন সংস্কারের বিরোধী রিপাবলিকানরা

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়ে আলোচনা সমালোচনা চলে আসছে। ডোনাল্ড ট্রাম্পের আমলে এ বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়। কিন্তু সেই আইন সংস্কারের পথে হাঁটেননি তিনি। আর তার প্রত্যাক্ষ প্রভাব দেখেছেন তিনি। এদিকে এ বিষয়টি নিয়ে সোমবার মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির কনভেনশনে ১২ জন প্রতিনিধির সঙ্গে কথা বলেছিল বার্তা সংস্থা রয়টার্স। তারা কেউই অ্যাসল্ট রাইফেলের ওপর নিষেধাজ্ঞা বা ব্যবহার সীমিত করার ব্যাপারে সায় দেননি। প্রত্যেকেই মার্কিন বন্দুক আইনের যে কোনো ধরনের সংস্কার আনার বিপক্ষে। এমনকি বন্দুক কেনার বৈধ বয়স বাড়ানো বা আবেদনকারীর অতীত কঠোরভাবে পরীক্ষা-নিরীক্ষার (ব্যাকগ্রাউন্ড চেক) মতো নমনীয় পদক্ষেপেরও বিরোধিতা করেছেন এসব রিপাবলিকান প্রতিনিধি। তারা বলেছেন, বন্দুক আইন সংস্কারের পরিবর্তে সমস্যাগ্রস্ত নাগরিকদের জন্য আরও ভালো মানসিক স্বাস্থ্য সহায়তার ওপর জোর দেওয়া উচিত। ট্রাম্পকে হত্যাচেষ্টাসহ যুক্তরাষ্ট্রে সব ধরনের বন্দুক হামলা ও হত্যাযজ্ঞের পেছনে মানসিক অসুস্থতা এবং অস্ত্র ভুল হাতে পড়াকে দায়ী করেছেন রিপাবলিকানরা। মন্টানার প্রতিনিধি উইল বুন বলেছেন, এর সবই মানসিক স্বাস্থ্যের জন্য ঘটে।

সর্বশেষ খবর