শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৮১

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৮১

অবরুদ্ধ গাজা উপত্যকায়  ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় ৮১ জন নিহত হয়েছেন। গতকাল আল জাজিরা এ খবর জানিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার ফিলিস্তিনিদের জন্য খুব কঠিন সময় ছিল।

ইসরায়েলি সেনাবাহিনী আবাসিক বাড়ি বা আশ্রয় কেন্দ্রে চারটি নৃশংসতা চালিয়েছে। এসব কেন্দ্র পরিচালিত হতো জাতিসংঘের ফিলিস্তিনিবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ-এ দ্বারা। এসব স্থাপনাতেও এখন আর মানুষ নিরাপদ নয়। এসব অবকাঠামোতে মানুষদের হত্যা করা হয়েছে, পঙ্গু করে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ৮১ জন নিহতের খবর পাওয়া গেছে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-এর প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, ইসরায়েলি বাহিনী যুদ্ধের সব নীতি ভঙ্গ করে ১০ দিনে কমপক্ষে আটটি স্কুলে হামলা চালিয়েছে। এসব স্কুলে হাজার হাজার বাস্তুহারা ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল।

জাতিসংঘে ফিলিস্তিনের দূত রিয়াদ মনসুর জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধ ইতিহাসের সবচেয়ে নথিভুক্ত গণহত্যা।

সর্বশেষ খবর