সোমবার, ২২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

নির্বাচনি প্রচারণায় ফিরছেন ট্রাম্প

নির্বাচনি প্রচারণায় ফিরছেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প রবিবার আবারও নির্বাচনি প্রচারণায় ফিরেছেন। গত সপ্তাহে গুপ্তহত্যা প্রচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর সুস্থ হয়ে ওঠার পর এটাই ছিল তার প্রথম নির্বাচনি র‌্যালি। সূত্র : ফ্রান্স টুয়েন্টি ফোর

মিশিগানে অনুষ্ঠিত এ নির্বাচনি র‌্যালিতে তিনি সবার উদ্দেশে বলেন, গণতন্ত্রের জন্য তিনি শরীরে বুলেটকে গ্রহণ করেছেন।

উল্লেখ্য, গত সপ্তাহে থমাস ম্যাথু কুরুকস নামে এক ২০ বছর বয়সি যুবক পেনসিলভানিয়ার বাটলারে রিপালিকাল পার্টির নির্বাচনি প্রচারণায় ট্রাম্পের উদ্দেশ্যে গুলিবর্ষণ করেন। গুলি ট্রাম্পের শরীরের মূল অংশে আঘাত না করলেও তার কানের লতি ছুঁয়ে যায়। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার কয়েকদিন পর তিনি সুস্থ হয়ে ওঠেন।

গুলিবর্ষণের সময়ই আততায়ী ম্যাথু নিহত হয় পুলিশের গুলিতে। অবশ্য, আততায়ীর হামলার পেছনের মোটিভ এখনো পরিষ্কার নয় কর্তৃপক্ষের কাছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ওপর এ হামলার পর নির্বাচনি প্রচারণায় তার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ খবর