মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ইসরায়েলি হামলায় ২০ ফিলিস্তিনি নিহত

পশ্চিম তীরের গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। হতাহতদের বেশির ভাগই শিশু বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। রবিবার গাজার বিভিন্ন শরণার্থী শিবির লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহত হয়েছেন বেশ কয়েকজন।

জানা যায়, সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে গাজার দক্ষিণে অবস্থিত খান ইউনিসের শরণার্থী শিবিরে। শরণার্থী শিবির খালি করার ঘোষণা দেওয়ার অল্প সময়ের মধ্যেই সেখানে স্থল ও বিমান হামলা করে ইসরায়েলি সেনারা। আল জাজিরা জানায়, খান ইউনিস শরণার্থী শিবিরে অবস্থানরতদের উদ্দেশে আকাশ থেকে লিফলেট ছিটানো হয়। এতে বলা হয়, দ্রুত সেই জায়গা খালি করতে। কিন্তু সেই ঘোষণার পর জায়গা খালি করারও সুযোগ পাননি ফিলিস্তিনিরা। এর আগেই ইসরায়েলি দখলদার বাহিনী সেখানে হামলা চালিয়েছে। এতে ওই শরণার্থী শিবিরে ১৪ জনের মৃত্যু হয়।

এদিন পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘাতের খবরও পাওয়া গেছে। অবৈধ বসতি স্থাপনকারীদের আঘাতে বেশ কয়েকজন ফিলিস্তিনি কৃষক আহত হয়েছেন।

এদিকে, গাজায় ভাইরাস শনাক্ত হওয়ায় সেখানে অবস্থানরত ইসরায়েলি সেনাদের টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছে তেল আবিব। রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত বছরের অক্টোবরে শুরু হওয়া এ যুদ্ধে এখন পর্যন্ত ৩৯ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গাজাভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে. নিহতদের মধ্যে ১৬ হাজারের বেশি শিশু।

সর্বশেষ খবর