মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

প্রবল খরায় বিপর্যস্ত সিসিলির কৃষি

ইউরোপের ভূমধ্যসাগরে অবস্থিত সিসিলির দ্বীপ যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবদাহ ও প্রচ- খরার মধ্য দিয়ে। সম্প্রতি দ্বীপটির তাপমাত্রা উঠেছে রেকর্ড ৪৮.৮ ডিগ্রি সেলসিয়াসে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে মারাত্মক এ দাবদাহে। এ ছাড়া গ্রীষ্মের প্রচ- উত্তপ্ত আবহাওয়ার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে দ্বীপটির কৃষি খাত। পানির স্তর নেমে গেছে নিচে।

খরার কারণে এ বছর কৃষি উৎপাদন কমে গেছে তিন ভাগের একভাগ, জানিয়েছে স্থানীয় কৃষি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক বছরগুলোতে মারাত্মক দাবদাহ ও খরা দেখা দিচ্ছে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয় এ অবস্থার পেছনে দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সর্বশেষ খবর