বুধবার, ২৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

বিশ্বাস ফেরাতে চান স্টারমার

ইউরোপের সঙ্গে সম্পর্ক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, তিনি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিশ্বাস ফেরাতে কাজ শুরু করেছেন। ব্রেক্সিটের কারণে সংস্থাটির দেশগুলোর সঙ্গে বেশ দূরত্বের সৃষ্টি হয়। সম্প্রতি ইউরোপিয়ান পলিটিক্যাল কমিটির (ইপিসি) একটি সম্মেলনে ইউরোপের ৪৫ জনের বেশি নেতার সামনে তিনি এ তথ্য জানান। সম্মেলনে ইউক্রেনের বিষয়েও আলোচনা ও অভিবাসী সমস্যা নিয়েও কথা হয়। সপ্তাহ তিনেক আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয় ৬১ বছর বয়সি স্টারমার। সম্মেলনে ইউরোপীয় নেতাদের বন্ধু ও অংশীদার আখ্যায়িত করে অর্থনীতি থেকে শুরু করে সব বিষয়ে কীভাবে সম্পর্ক সমুন্বত রাখা যায় তা নিয়ে আলোচনা করেন। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে ইউরোপকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ করে মানব পাচারকারীরা মরিয়া হয়ে উঠেছে। যার প্রভাব পড়েছে গোটা ইউরোপে। প্রতিদিন হাজারো অভিবাসী প্রত্যাশী ইউরোপে ঢোকার চেষ্টা করছে।

সর্বশেষ খবর