বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

পোলিওসহ জটিল রোগ ছড়ানোর শঙ্কা হুর

গাজায় ধ্বংসযজ্ঞ

গাজায় সংক্রামক রোগ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্কতা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরমধ্যে অন্যতম পোলিও। ইসরায়েলের হামলায় মানবিক সহায়তার অভাব ও বিপর্যয়কর পরিস্থিতিতে দুর্ভোগে গাজাবাসী। সংস্থার এক বিবৃতিতে বলেছে, বিশেষ করে দক্ষিণ গাজা জুড়ে সাম্প্রতিক ব্যাপক বাস্তুচ্যুতি ও কিছু পরিবারকে কয়েকবার সরানোর প্রয়োজনের কারণে গাজায় রোগের বিস্তার তীব্র হয়েছে। মঙ্গলবার ফিলিস্তিন ভূখন্ডে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সমন্বয়ক আয়াদিল সাপারবেকোভ সতর্ক করে তিনি বলেন, গাজায় যেভাবে রোগ ছড়িয়ে পড়ছে, তাতে বহু মানুষ মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। এ সংখ্যা ইসরায়েলি হামলায় আহত অবস্থায় মারা যাওয়াদের চেয়েও বেশি হতে পারে। তিনি বলেন, গাজা থেকে জরুরি ভিত্তিতে মানুষজনকে সরিয়ে নেওয়া প্রয়োজন। এর মধ্যে চিকিৎসার জন্য দ্রুত ১৪ হাজারের বেশি মানুষকে অন্যত্র পাঠানো প্রয়োজন। গত ৯ মাস ধরে ইসরায়েলি আগ্রাসনে গাজায় খাদ্যসামগ্রীর প্রবেশ ও সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। খাদ্যের অভাবে এরই মধ্যে পুষ্টিহীনতায় ভুগছে সেখানকার শিশুরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন শারীরিক সমস্যায় এ পর্যন্ত সেখানে অর্ধশতাধিক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে এক ঘোষণায় হামাস জানিয়েছে, তারা ফাতাহসহ  ফিলিস্তিনের বিভিন্ন সংগঠনের সঙ্গে ‘জাতীয় ঐক্য’ গড়ার জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। বেইজিংয়ে মঙ্গলবার এ নিয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। গাজায় যুদ্ধ বন্ধের জন্য চীনের উদ্যোগে এ         চুক্তি হয়েছে।

সর্বশেষ খবর