বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

উষ্ণতম দিনের রেকর্ড

দ্বিতীয় দিনের মতো গত রবিবার রেকর্ড তাপমাত্রার সাক্ষী হয় বিশ্ব। এর পরের দিন সোমবারও তাপমাত্রার রেকর্ড হয়। কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্য অনুযায়ী, এদিন বিশ্বের গড় তাপমাত্রা বেড়ে ১৭ দশমিক ১৫ ডিগ্রিতে দাঁড়ায়, যা আগের দিনের চেয়ে শূন্য দশমিক শূন্য ৬ ডিগ্রি বেশি। ১৯৪০ সাল থেকে সংস্থাটি এ ধরনের তাপমাত্রা ট্র্যাকিং করছে। প্রায় পুরো উত্তর গোলার্ধজুড়ে তাপপ্রবাহ বয়ে চলছে। ভূমধ্যসাগরীয় অঞ্চল, রাশিয়া ও কানাডার বিভিন্ন অংশজুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সোমবার বিশ্বের ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাসের গড় তাপমাত্রা বেড়ে ১৭ দশমিক ১৫ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়। এটি আগের দিন রেকর্ড করা তাপমাত্রা থেকে শূন্য দশমিক শূন্য ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। বিশ্বের এ গড় তাপমাত্রার মধ্যে দক্ষিণ গোলার্ধের তাপমাত্রাও অন্তর্ভুক্ত। সেখানে এখন শীতকাল চলায় বিশ্বব্যাপী তাপমাত্রার গড় কম হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর