শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

মিয়ানমারে আঞ্চলিক সামরিক দপ্তর দখলের দাবি বিদ্রোহীদের

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) দাবি করেছে, তারা চীন সীমান্তের কাছে একটি প্রধান আঞ্চলিক সামরিক সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়েছে। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা পোস্টে এমএনডিএএ’র পক্ষ থেকে এ দাবি করা হয়েছে। এ দাবি সত্য হলে মিয়ানমারে বিদ্রোহী তৎপরতা সামাল দিতে হিমশিম ক্ষমতাসীন জান্তা সরকারের জন্য এটিই হতে পারে কয়েকবছরের মধ্যে সবচেয়ে বড় ধাক্কা। উত্তরাঞ্চলীয় শান রাজ্যের ল্যাশিও নগরী দখল করেছে বলে এমএনডিএএ জানিয়েছে। ২৩ দিন ধরে সরকারি সেনাদের সঙ্গে লড়াইয়ের পর চীন সীমান্ত থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরের রাজ্যটিতে তারা এ সাফল্য পেল। এক বিবৃতিতে এমএনডিএএ দাবি করেছে, এ ঘটনাটি জান্তা সরকারের জন্য সবচেয়ে বড় পরাজয় হতে পারে। বিবৃতিতে, জনসাধারণকে শান্ত থাকার এবং শহরের প্রশাসনিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ খবর