শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

কাশ্মীর ও মণিপুর যেতে মানা

নাগরিকদের মার্কিন প্রশাসন

ভারতের জম্মু-কাশ্মীর ও মণিপুর কিছুদিন ধরে উত্তপ্ত। এ অবস্থায় ভারত ভ্রমণ নিয়ে নাগরিকদের জন্য সংশোধিত ভ্রমণ আদেশ জারি করেছে মার্কিন প্রশাসন। তাতে ভারতের বেশকিছু জায়গায় ভ্রমণ না করার জন্য নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন এ নির্দেশিকার ফলে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ভারত। সংশোধিত ভ্রমণ আদেশ অনুযায়ী, যে এলাকাগুলোতে মার্কিনিদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে সেগুলো হলো- মণিপুর, কাশ্মীর, ভারত-পাকিস্তান সীমান্ত এবং দেশের মধ্য ও পূর্বাঞ্চলের কিছু অংশ, মূলত যেখানে নকশালপন্থি সক্রিয় রয়েছে। উল্লেখ্য, গত কয়েক মাসের ব্যবধানে কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া মণিপুরও উত্তপ্ত রয়েছে কয়েক মাস ধরে। মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে, অপরাধ ও সন্ত্রাসবাদের কারণে ভারতে সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। সাধারণত ভ্রমণ-সংক্রান্ত ঝুঁকির নিরিখে ভারতকে লেভেল ২ তালিকায় রাখা হয়েছে। তবে কাশ্মীর, ভারত-পাক সীমান্ত, মণিপুর এবং মধ্য ও পূর্ব ভারতের কিছু অংশকে লেভেল ৪ তালিকায় রাখা হয়েছে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, ধর্ষণ ভারতে ক্রমবর্ধমান অপরাধগুলোর মধ্যে একটি। যৌন নির্যাতনের অপরাধ, পর্যটন স্থান এবং অন্যান্য স্থানে ঘটেছে। এ ছাড়া সন্ত্রাসবাদীরা কোনোরকম সতর্কতা ছাড়াই আক্রমণ করতে পারে। তারা পর্যটন স্থান, বাজার, শপিং মল এবং সরকারি সুবিধাযুক্ত জায়গাকে টার্গেট করছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর