রবিবার, ২৮ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ফিলিস্তিনিদের আশ্রয়স্থল এখন পুরনো কারাগার

ফিলিস্তিনিদের আশ্রয়স্থল এখন পুরনো কারাগার

ইসরায়েলি বোমা বর্ষণে গাজাবাসীদের আশ্রয়ের শেষ ঠিকানাও যখন হারিয়ে গেছে, তখন হত্যাকারী ও অপরাধীদের রাখার জন্য তৈরি গাজার একটি পুরনো কারাগারে আশ্রয় নিয়েছেন শত শত ফিলিস্তিনি। ইয়াসমিন আল-দারদাসি নামের ফিলিস্তিনি নারী জানিয়েছেন, খান ইউনিসের একটি এলাকায় বোমাবর্ষণের পর তার পরিবার আহতদের ফেলে চলে আসতে বাধ্য হয়। সেখান থেকে তারা সেন্ট্রাল কারেকশন ও রিহ্যাবিলিটেশন ফ্যাসিলিটি নামের কারাগারে তারা আশ্রয় নেন। প্রথমে তারা একটি গাছের নিচে একদিন কাটান, তারপর কারাগারের একটি প্রার্থনাকক্ষে চলে আসেন। এখানে তীব্র রোদ থেকে কিছুটা রক্ষা পাওয়া যায়, কিন্তু আর কিছুই নাই।

দারদাসির স্বামী একটিমাত্র ফুসফুস নিয়ে জীবনযাপন করছেন এবং তার একটি কিডনি ক্ষতিগ্রস্ত। কিন্তু তাদের কোনো কম্বল বা তোশক নেই। অনেক ফিলিস্তিনির মতো বারবার উচ্ছেদের ভয়ে থাকা দারদাসি বলেছেন, আমরা এখানে থিতু হতে পারিনি। ইসরায়েল বলেছে, তারা গাজার শাসকগোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধে বেসামরিক লোকদের রক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। তবে বাস্তবতা হলো- বারবার স্থানচ্যুত হওয়া ফিলিস্তিনিরা বলছেন, ইসরায়েলি বোমাবর্ষণ থেকে নিরাপদ স্থান গাজায় আর নেই। বোমাবর্ষণে গাজার অনেকাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৩ জুলাই আল-মাওয়াসি এলাকায় একটি নির্ধারিত মানবিক অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৯০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করে বলেছে, ওই হামলার লক্ষ্য ছিল হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফ। রয়টার্স

সর্বশেষ খবর