রবিবার, ২৮ জুলাই, ২০২৪ ০০:০০ টা

নয় বছর পর হারানো কুকুরের সন্ধান

নয় বছর পর হারানো কুকুরের সন্ধান

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ২০১৫ সালে বাবা-মায়ের সঙ্গেই থাকতেন ২৮ বছর বয়সি মোনারেজ। ওই সময় হঠাৎ একদিন তাদের বাসার পেছনের গেট দিয়ে বেরিয়ে যায় দুই বছর বয়সি তার পোষা কুকুর জিজমো। নয় বছর পর ১৭ জুলাই তাকে পাওয়া যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে মোনারেজ জানান, নয় বছরে যদিও অনেকটাই পাল্টে গেছে জিজমো, তবে নাম ধরে ডাকার সঙ্গে সঙ্গেই সাড়া দিয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। এ নয় বছরে পাল্টে গেছেন মোনারেজও। এখন তিনি নিজের বাসায় থাকেন। বয়স হয়েছে ৩৭ বছর। ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে শিক্ষকতা পেশা শুরু করেছেন।

কিন্তু যা কিছুই করেন না কেন, তিনি কখনোই জিজমোকে খুঁজে বের করার চেষ্টা বন্ধ করেননি। জানা গেছে, জিজমোকে অসুস্থ অবস্থায় খুঁজে পেয়েছিলেন এক মহিলা। তিনি তাকে শহরের পশু হাসপাতালে রেখে যান। পশু চিকিৎসকরা জিজমোর মাইক্রোচিপ স্ক্যান করে নিশ্চিত হয়েছিলেন এটাই মোনারেজের পোষা কুকুর।

সর্বশেষ খবর