মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

মিয়ানমারের গৃহযুদ্ধ নিয়ে কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের উদ্বেগ

নয়াদিল্লি প্রতিবেদক

চার দেশের (কোয়াড) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মিয়ানমারের গৃহযুদ্ধ বন্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করার যৌথ প্রস্তাব গৃহীত হয়েছে। জাপানের রাজধানী টোকিওতে এই মন্ত্রী বৈঠকের ওপর গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথ বিবৃতি প্রকাশ করে। প্রস্তাবে বলা হয়, মিয়ানমারের গৃহযুদ্ধের কারণে বাংলাদেশ ও ভারতে অস্থিরতা তৈরি হচ্ছে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, চলতি বছরের শেষ দিকে কোয়াড রাষ্ট্র শিখর সম্মেলন দিল্লিতে অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবে ভারত। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, জাপানের ইউকো কামিকাকো ও অস্ট্রেলিয়ার পেনি অঙ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। এতে রাখাইনে পরিস্থিতি আরও অবনতি হয়েছে। এর ফলে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। অবিলম্বে আসিয়ান রাষ্ট্রের প্রস্তাব অনুসারে শান্তি স্থাপন করা উচিত। সব পক্ষকে নিয়ে আলোচনা শুরু করা উচিত। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, কোয়াড বৈঠকের ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং তার বাইরের দেশগুলোতে স্থায়িত্ব ও সমৃদ্ধির লক্ষ্যে উদ্যোগ নেওয়া হবে। এই অঞ্চলে প্রস্তাবে চীনের নাম না করে প্রভাব খর্ব করার ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর