বুধবার, ৩১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ইউক্রেন-গাজা নিয়ে মেলোনি-শি আলোচনা

ইউক্রেন-গাজা নিয়ে মেলোনি-শি আলোচনা

শি জিনপিং - মেলোনি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ইউক্রেন ও গাজা সংঘাত নিয়ে কথা বললেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি। ইতালির প্রধানমন্ত্রীর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, চীনের প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংকট থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন ইতালির প্রধানমন্ত্রী। তারা ইন্দো-প্যাসিফিকে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়েও কথা বলেছেন। এর আগে গত সপ্তাহে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বাণিজ্যচুক্তিতে সই করেছেন মেনোলি। সোমবার মেলোনি ও শি জিন পিংয়ের মধ্যে ওই বৈঠক হয়েছে। গত বছর চীনের নেতৃত্বাধীন বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ থেকে ইতালি বেরিয়ে আসার পর প্রথম এটাই তাদের মধ্যে প্রথম আলোচনা। বৈঠকে মেলোনি বলেছেন, আন্তর্জাতিক স্তরে নিরাপত্তাহীনতা বাড়ছে, সেখানে মধ্যস্থতাকারী হিসেবে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই মাসের গোড়ায় চীনের উদ্যোগে হামাসের বিভিন্ন গোষ্ঠী ও ফাতাহদের মধ্যে আলোচনা হয়। সেখানে ঠিক হয়েছে, যুদ্ধপরবর্তী গাজায় তারা মিলে অন্তর্র্বর্তী জাতীয় সরকার গঠন করবে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা শুরুর ক্ষেত্রেও মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে চীন।

সর্বশেষ খবর