যুক্তরাজ্যের সাউথপোর্টে নৃত্য প্রশিক্ষণ কর্মশালায় ছুরিকাঘাতে তিন শিশুকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে ব্রিটেনজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। লন্ডনে এ বিক্ষোভ থেকে শতাধিক মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ১৭ বছরের এক কিশোরকে অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ডার্বি স্কয়ারের লিভারপুল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করার পর অভিযুক্ত কিশোরকে রিমান্ডে নেওয়া হয়েছে। জানা গেছে, সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে পড়ে যে হামলার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি এক উগ্র ইসলামপন্থি অভিবাসী। এরপর মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন। সাউথপোর্টে শুরু হওয়া বিক্ষোভ একপর্যায়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। সাউথপোর্টে বিক্ষোভকারীরা পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এতে ৫০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা আহত হন। বুধবার বিক্ষোভ ছড়িয়ে পড়ে ম্যানচেস্টারে। এদিন রাজধানী লন্ডনেও প্রধানমন্ত্রীর ডাউনিং স্ট্রিটের বাসভবনের কাছে হাজার হাজার মানুষ জড়ো হয়। সে সময় তারা ‘আমাদের বাচ্চাদের বাঁচাও’, ‘আমরা আমাদের দেশ ফেরত চাই’ বলে স্লোগান দেন। সেই সঙ্গে অভিবাসী প্রবেশ বন্ধ করার দাবিও তোলেন বিক্ষোভকারীরা।
মেট্রোপলিটন পুলিশ বলেছে, ‘সহিংস বিশৃঙ্খলা, জরুরি সেবাদান কর্মীকে লাঞ্ছিত করা এবং বিক্ষোভের পরিস্থিতি লঙ্ঘনসহ অপরাধের জন্য ১০০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকজন অফিসার সামান্য আহত হয়েছেন।