শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

৯/১১ হামলার দায় নিতে রাজি তিন অভিযুক্ত : পেন্টাগন

৯/১১ হামলার দায় নিতে রাজি তিন অভিযুক্ত : পেন্টাগন

২০০১ সালের সেপ্টেম্বরের ১১ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা চালায় জঙ্গি সংগঠন আল-কায়েদা। ওই হামলায় অভিযুক্ত তিনজন মৃত্যুদন্ড না দেওয়ার শর্তে তাদের দোষ স্বীকার করতে রাজি হয়েছেন। আদালতে বিচার শুরুর আগে মার্কিন প্রসিকিউশনের সঙ্গে এমন একটি চুক্তিতে পৌঁছেছেন তারা। খবর বিবিসির। খালিদ শেখ মোহাম্মদ, ওয়ালিদ মুহাম্মদ সালিহ মুবারক বিন আতাশ এবং মুস্তাফা আহমেদ আদম আল-হাওসায়িকে কিউবার মার্কিন নৌঘাঁটি গুয়ান্তানামো বেতে বছরের পর বছর ধরে বিচারের মুখোমুখি না করে আটকে রাখা হয়েছে। খবরে বলা হয়েছে, প্রসিকিউশন মৃত্যুদ  না চাওয়ার বিনিময়ে অভিযুক্তরা তাদের দোষ আদালতে স্বীকার করবে। তবে চুক্তির শর্তাবলি এখনো প্রকাশ করা হয়নি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং৭৬৭ বিমানটি প্রায় ২০ হাজার গ্যালন জেট ফুয়েল নিয়ে বিশ্ব বাণিজ্য কেন্দ্র বা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ টাওয়ারে আঘাত হানে।

সর্বশেষ খবর