সোমবার, ৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বিশ্বের শীর্ষ ধনীরা হারালেন ১৩৪ বিলিয়ন ডলার

অ্যামাজনের শেয়ারের দাম কমে যাওয়ায় জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৫ দশমিক ২ বিলিয়ন ডলার কমেছে। বিশ্বব্যাপী শীর্ষ ৫০০ ধনীরা এক দিনে সর্বসাকল্যে ১৩৪ বিলিয়ন ডলারের সম্পদ হারিয়েছেন। ব্লুমবার্গ বিলিয়ন ইনডেক্স অনুযায়ী, অ্যামাজনের শেয়ারের দাম ৮ দশমিক ৮ শতাংশ কমে যাওয়ায় বেজোসের মোট সম্পদের পরিমাণ এখন ১৯১ দশমিক ৫ বিলিয়ন ডলার। এর আগে ২০১৯ সালের ৪ এপ্রিল ৩৬ বিলিয়ন ডলার এবং ২০২২ সালের ২৯ এপ্রিল ২০ বিলিয়ন ডলার হারিয়েছিলেন বেজোস। এক দিনে এটি বেজোসের তৃতীয় সর্বোচ্চ দরপতন। নাসডাক ১০০ সূচকের ২ দশমিক ৪ শতাংশ হ্রাস পাওয়ায় ইলন মাস্ক এবং ল্যারি এলিসনের মতো অন্য প্রযুক্তি বিলিয়নিয়াররাও যথাক্রমে ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার এবং ৪ দশমিক ৪ বিলিয়ন ডলার হারিয়েছেন। সম্ভাব্য ফেডারেল রিজার্ভের হার কমানো এবং দুর্বল আয়ের প্রতিবেদন সম্পর্কে উদ্বেগের কারণে প্রযুক্তি-ভারী সূচকটি হ্রাস পেয়েছে, তিন সপ্তাহের মধ্যে ২ ট্রিলিয়ন ডলারেরও বেশি মূল্য কমেছে।

সর্বশেষ খবর