সোমবার, ৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ইউক্রেনে পৌঁছাল এফ-১৬ যুদ্ধবিমান

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের সেনাবাহিনী দেশের অভ্যন্তরে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন শুরু করেছে। রাশিয়ার আগ্রাসনের ২৯ মাস পর যুক্তরাষ্ট্রে নির্মিত এ যুদ্ধবিমানগুলো দেশে ঢুকছে বলে নিশ্চিত করলেন তিনি। যুক্তরাষ্ট্র অবশ্য সরাসরি এফ-১৬ ফাইটার জেট ইউক্রেনের হাতে তুলে দেয়নি। কারণ নিয়মমতো এই বিমানগুলো যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দিতে পারে না। যুক্তরাষ্ট্র এ যুদ্ধবিমান পাঠিয়েছে ডেনমার্ক এবং নেদারল্যান্ডসে। এই দুই দেশ প্রথম ব্যাচের      এফ-১৬ বিমান পাঠিয়েছে ইউক্রেনে। ডেনমার্ক ইউক্রেনকে সব মিলিয়ে ১৯টি এফ-১৬ দেবে বলেছিল। নেদারল্যান্ডস বলেছিল ২৪টি। তারই প্রথম ব্যাচের যুদ্ধবিমানগুলো পৌঁছেছে ইউক্রেনে। নরওয়ে এবং বেলজিয়ামও ইউক্রেনকে এফ-১৬ দেবে বলে জানিয়েছে। সাধারণত এফ-১৬ চালানোর জন্য তিন বছরের প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু ইউক্রেনের ফাইটার পাইলটদের মাত্র ৯ মাসের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর