শিরোনাম
বুধবার, ৭ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ফিলাডেলফিয়ায় মুসলিম সম্মেলন শুক্রবার থেকে

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা) সম্মেলন শুরু হচ্ছে ৯ আগস্ট। চলবে ১১ আগস্ট পর্যন্ত। ফিলাডেলফিয়া সিটির পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে এ সম্মেলন আয়োজনে একটি শক্তিশালী টিম করা হয়েছে। টিমের চেয়ারম্যান মুনার ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী সিপিএ। উত্তর আমেরিকায় মুনার এ হবে প্রবাসী বাংলাভাষী মুসলমানের সর্ববৃহৎ সমাবেশ। তিন দলের এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সব স্টেট থেকে ২০ থেকে ২৫ হাজার নারী-পুরুষ এবং শিশু-কিশোর অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ৪৮টি স্টেটে মুনা সক্রিয় রয়েছে। সম্মেলনে থাকবে রকমারি সামগ্রীর বাজার-নারী-পুরুষের পোশাকপরিচ্ছদ, অলংকার, হস্তশিল্প সামগ্রী, গিফট্ আইটেম ও খাবারের দোকান। এ ছাড়া শেষ দিনে থাকবে আকর্ষণীয় সাংস্কৃতিক পর্ব। অংশগ্রহণকারীরা আগে থেকে উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করে সাংস্কৃতিক পর্বে অংশ নিয়ে নিজের মেধার বিকাশ ঘটানোর পাশাপাশি তার পরিবেশনার স্বীকৃতি পেতে পারেন বিশাল এ কনভেনশনে।

সর্বশেষ খবর