শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

কুরস্কে ঢুকছে ইউক্রেনের সেনা জরুরি অবস্থা জারি রাশিয়ার

ইউক্রেনের সেনা ও কিয়েভপন্থি যোদ্ধারা বুধবারও রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে অনুপ্রবেশ করেছেন। সেখানে রুশ সেনা এবং অনুপ্রবেশকারী ইউক্রেনের সেনা ও কিয়েভপন্থি যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই হয়েছে। রাশিয়ার দক্ষিণ-পশ্চিমের সীমান্তবর্তী অঞ্চলটিতে গতকাল নিয়ে টানা তিন দিন এই ধরনের ঘটনা ঘটল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের সেনা ও কিয়েভপন্থি যোদ্ধারা কুরস্ক অঞ্চলের গভীরে ঢুকতে চেয়েছিল। কিন্তু তাঁদের সেই চেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বুধবার তাদের সেনারা ইউক্রেনের সাতটি ট্যাংক, সেনা সদস্যদের পরিবহনের আটটি গাড়ি, তিনটি পদাতিক বাহিনীর গাড়ি ও ৩১টি যুদ্ধ-সংশ্লিষ্ট গাড়িসহ মোট ৫০টি সাঁজোয়া যান ধ্বংস করেছে। কুরস্কের কার্যকরী গভর্নর অ্যালেক্সি স্মিরনভ জানিয়েছেন, তিনি ৭ আগস্ট থেকে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছেন। ভিডিও কনফারেন্সে রাশিয়ার চিফ অব জেনারেল স্টাফ গেরাসিমভ প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন, ইউক্রেনের সেনার একটি ইউনিট কুরস্কে ঢুকে পড়েছে। প্রায় এক হাজার সেনা সেখানে আক্রমণ চালাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক মাধ্যমে জানিয়েছে, ‘শত্রুসেনার রাশিয়ার আরও ভিতরে ঢোকার চেষ্টা প্রতিহত করা হয়েছে। সেখানে ইউক্রেনের সেনার বিরুদ্ধে অপারেশন চলছে।’ পুতিন জানিয়েছেন, এটা ইউক্রেনের বিশাল উসকানি ছাড়া আর কিছু নয়। ওই এলাকা থেকে কয়েক হাজার মানুষকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর