শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

দ্বিতীয় উষ্ণতম জুলাই দেখল বিশ্ব

চলতি বছরের জুলাইকে বিশ্বের দ্বিতীয় উষ্ণতম জুলাই হিসেবে ঘোষণা করা হয়েছে। এর আগের ১৩ মাসের উষ্ণতাকে ছাড়িয়ে গেছে ২০২৪ সালের জুলাই। গতকাল ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসের তাপমাত্রা প্রাক-শিল্পযুগের তুলনায় ১ দশমিক ৪৮ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এর আগের ১২ মাসের তাপমাত্রার গড় ছিল প্রাক-শিল্পযুগের চেয়ে ১ দশমিক ৬৪ ডিগ্রি বেশি।

সর্বশেষ খবর