শনিবার, ১০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ছাত্রীরা হিজাব বোরকা পরতে পারবে: ভারতের সুপ্রিম কোর্ট

ভারতে ছাত্রীদের হিজাব, বোরকা বা নেকাব পরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল মুম্বাই কলেজ। গতকাল সে নির্দেশে স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত বলেন, মেয়ে শিক্ষার্থীরা কী পরবেন না পরবেন, সেটা তাদের স্বাধীনতা। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দিয়ে বলেন, কলেজ কর্তৃপক্ষ বাধ্য করতে পারে না মেয়ে পড়ুয়ারা কী পরবেন ও কী পরবেন না। কলেজ কর্তৃপক্ষের উদ্দেশে বিচারপতিরা বলেন, হঠাৎই একদিন আপনারা বুঝতে পারলেন ভারতে বহু ধর্মের মানুষ থাকে! কিন্তু আশ্চর্যজনকভাবে কলেজ কর্তৃপক্ষ মেয়ে পড়ুয়াদের বিন্দি বা তিলক না পরা নিয়ে কোনো নির্দেশ দেয়নি! বিচারপতিরা জানতে চান, পোশাকের মাধ্যমে ধর্ম নির্ধারণ করা যায়। কিন্তু শিক্ষার্থীদের নামও তো তাদের ধর্মীয় পরিচয় জানিয়ে দেয়? সুপ্রিম কোর্ট অবশ্য জানান, কোনো পড়ুয়া শ্রেণিকক্ষে বোরকা পরে ঢুকতে পারবে না। কলেজ চত্বরে ধর্মীয় কাজকর্মও করা যাবে না। বিচারপতিরা বলেন, তাদের নির্দেশের অপব্যবহার হলে কলেজ কর্তৃপক্ষ আদালতের শরণাপন্ন হতে পারবে।

সর্বশেষ খবর