শনিবার, ১০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

মালদ্বীপ যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

সম্প্রতি ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। এ অবস্থায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মালদ্বীপ সফরে যাচ্ছেন। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সফরের কথা জানিয়েছে। মূলত ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্ককে মজবুত করতেই এ উদ্যোগ বলে জানা গেছে। মালদ্বীপের পর্যটকমন্ত্রী কয়েকদিন আগে ভারতীয় পর্যটকদের মালদ্বীপে আবার যাওয়ার জন্য অনুরোধ করেন।  প্রসঙ্গত, মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু ক্ষমতায় আসার পর থেকেই ভারত-মালদ্বীপ দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমশ অবনতি হয়েছে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মালদ্বীপের মন্ত্রিসভার তিন মন্ত্রী অপমানসূচক মন্তব্য করেন। এ ছাড়া মুইজ্জুর শাসনকালে ভারতের সঙ্গে হাইড্রোগ্রাফিক চুক্তি বাতিল করা হয়। চীনের গুপ্তচর জাহাজকেও মালদ্বীপ তার জলসীমা ব্যবহারের অনুমতি দেয়। ফলে ভারতের সঙ্গে এ দেশের সম্পর্ক ক্রমশ তলানিতে যেতে থাকে। ইতোমধ্যে চীনের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়িয়েছেন মুইজ্জু। এমনকি মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরানোর নির্দেশও দেন তিনি। যা নিয়ে কম  বিতর্ক হয়নি।

এ আবহের মধ্যে মালদ্বীপের প্রেসিডেন্টের ভারত সফর, সেখানকার পর্যটনমন্ত্রীর ভারতীয়দের আহ্বান বরফ গলার একটা ইঙ্গিত দিয়েছিল। এ আবহে এস জয় শঙ্করের মালদ্বীপ সফর দুই দেশের সম্পর্কের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক মহল।

সর্বশেষ খবর