রবিবার, ১১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ইসরায়েলকে ‘সর্বোচ্চ শাস্তি’র আদেশ বাস্তবায়ন করবে ইরান

ইসরায়েলকে ‘সর্বোচ্চ শাস্তি’র আদেশ বাস্তবায়ন করবে ইরান

ইসরায়েলকে ‘কঠোর শাস্তি’ দেওয়ার যে নির্দেশনা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দিয়েছেন তা বাস্তবায়ন করবে ইরান। শুক্রবার দেশটির রেভল্যুশনারি গার্ডের ডেপুটি কমান্ডার আলী ফাদাভি এ কথা বলেন। রয়টার্স।

ফাদাভি বলেন, ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলকে সাজা দেওয়ার স্পষ্ট নির্দেশনা দিয়েছেন খামেনি। যথাযথভাবে তা বাস্তবায়ন করা হবে। ৩১ জুলাই তেহরানে একটি ক্ষেপণাস্ত্র হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হন। এ হত্যাকান্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে আসছে ইরান ও হামাস। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। ফাদাভির বক্তব্য নিয়ে সাংবাদিকদের করা একটি প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, ‘ইসরায়েলকে রক্ষার যথেষ্ট সক্ষমতা আমাদের রয়েছে। এ ছাড়া এ ধরনের বাগাড়ম্বর আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি এবং ব্যবস্থা নিয়ে থাকি।’ ১৫ আগস্ট গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে হামাস ও ইসরায়েলকে বৃহস্পতিবার  যৌথ আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর।

সর্বশেষ খবর