রবিবার, ১১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর ড্রোন হামলা

উত্তর-পূর্ব সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর ড্রোন হামলা করা হয়েছে। তবে প্রাথমিকভাবে এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শুক্রবার এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের। সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর দ্বিতীয় হামলার ঘটনা এটি। আশঙ্কা করা হচ্ছে, এ অঞ্চলে সম্ভাব্য একটি নতুন হামলার জন্য ইরান ও তার মিত্ররা প্রস্তুত। ইরান-সমর্থিত হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়। এ হত্যাকান্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার হুমকিও দেয় দেশটি। তবে এ হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল। বৈরুতে ইসরায়েলের হামলায় ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহর সিনিয়র সামরিক কমান্ডার ফুয়াদ শুকরের হত্যা গাজার সংঘাতকে একটি বৃহত্তর মধ্যপ্রাচ্য যুদ্ধে রূপান্তরিত করার উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। ইরান বলেছে, ইসরায়েলের প্রতি সমর্থনের কারণে হানিয়া হত্যাকান্ডের জন্য যুক্তরাষ্ট্রও দায়ী।

সর্বশেষ খবর