বুধবার, ১৪ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

‘বাইডেনকে এমন প্যাঁচে ফেললাম...’

‘বাইডেনকে এমন প্যাঁচে ফেললাম...’

বিশ্বের সেরা ধনকুবের ইলন মাস্ককে সাক্ষাৎকার দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গতকাল বহুপ্রতীক্ষিত ওই সাক্ষাৎকারে ট্রাম্প যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা বিভাগকে বিলুপ্ত করার ইচ্ছার কথা জানিয়েছেন। নির্ধারিত সময়ের আধা ঘণ্টার বেশি সময় পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাক্ষাৎকারটির সরাসরি প্রচার শুরু হয়। বলা হচ্ছে, সাইবার হামলার জেরে এ বিলম্ব ঘটে। সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের শত্রু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গুণগানও করেছেন।ট্রাম্প বলেন, ‘ওরা এ খেলার সেরা খেলোয়াড়। সঙ্গে জুড়ে দেন, ‘ওদের মোকাবিলা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একজন শক্তিশালী প্রেসিডেন্ট দরকার। পুতিন, কিম জং উনকে একনায়ক হিসেবেই দেখে বিশ্ব। তবে ট্রাম্পের মতে, ‘ওরা ওদের দেশকে ভালোবাসে, এটা ভালোবাসার এক ভিন্ন রূপ।’ ট্রাম্পের দাবি, পুতিন তাকে সম্মান করেন। মাস্ককে তিনি বলেন, ‘পুতিনের সঙ্গে ছিলাম। খুব সম্মান দিয়েছিলেন। তবে ইউক্রেন নিয়ে কথা বলতে হবে। এটা ওর চোখের মণি ছিল। আমি ওকে বলেছিলাম, এটা করবেন না।’ প্র্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে জো বাইডেনের সরে দাঁড়ানোর বিষয়েও কথা বলেন। তিনি বলেন, আদতে একটি অভ্যুত্থান। ট্রাম্পের কথায়, ‘আমি বাইডেনকে বিতর্কসভায় এমন প্যাঁচে ফেলেছি, তাকে নির্বাচনি দৌড় থেকে বাধ্য হয়ে সরে দাঁড়াতে হয়েছে। এটা আমার অন্যতম সেরা বিতর্ক ছিল। বাইডেনের বেরিয়ে যাওয়া আসলে একটি অভ্যুত্থান।’ তার সংযোজন, ‘ঠিক যেন ওকে কোথাও নিয়ে গিয়ে গুলি করে দেওয়া হলো।’ আর শিক্ষার ব্যাপারে বলেন, মার্কিন ফেডারেল শিক্ষা বিভাগ বিলুপ্ত করা উচিত। তার মতে, ‘আমি শিক্ষা বিভাগকে বিলুপ্ত করতে চাই। চাই, শিক্ষাকে অঙ্গরাজ্যগুলোতে ফিরিয়ে দিতে।’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা বিশ্বজুড়ে তাদের সমবয়সি শিক্ষার্থীদের তুলনায় পিছিয়ে পড়ছে।’ শিক্ষা বিভাগকে বিলুপ্ত করা হলে ‘অনেক সুবিধা পাওয়া যাবে’ উল্লেখ করে তিনি দাবি করেন, এতে শিক্ষা খাতে খরচ অর্ধেক কমবে।

সর্বশেষ খবর