বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ভারতে ইলিশের সংকট, দামে আগুন

কলকাতাসহ পশ্চিমবঙ্গের বাজারগুলোতে ইলিশের ব্যাপক আকাল দেখা দিয়েছে। যাও দু-একটা মিলছে, তারও দাম আকাশছোঁয়া। এর ফলে কমে গেছে বেচাকেনা। তাতে যেমন বিক্রেতারা হতাশ, তেমনি মনখারাপ ক্রেতাদেরও। ক্রেতারা বাজারে আসছেন, তবে দাম শুনে ফিরে যাচ্ছেন অনেকে। চড়া দামের কারণে প্রিয় মাছ ইলিশের স্বাদ নিতে পারছেন না কলকাতার ভোজনরসিক বাঙালিরা।

ভারতের বাজারগুলোতে যে ইলিশ পাওয়া যায় তার বেশির ভাগই বাংলাদেশ থেকে রপ্তানি করা। কিন্তু সম্প্রতি বাংলাদেশে অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের জেরে ভারতে ইলিশ রপ্তানি অনেকটাই বন্ধ হয়ে গেছে। কলকাতার খুচরা বিক্রেতারা বলছেন, সরবরাহ কমে যাওয়ার কারণেই ইলিশের দামে আগুন।

সর্বশেষ খবর