শিরোনাম
শনিবার, ১৭ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

কলম্বিয়ায় বৈষম্যবিরোধী প্রচারে হ্যারি-মেগান

কলম্বিয়ায় বৈষম্যবিরোধী প্রচারে হ্যারি-মেগান

বৈষম্য ও সাইবার-হয়রানির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে একটি প্রচারে অংশ নিতে কলাম্বিয়ায় গেছেন ব্রিটিশ রাজপুত্র হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মার্কেজের আমন্ত্রণে বৃহস্পতিবার এ সফরে যান তারা।

এক সংবাদ সম্মেলনে মার্কেজ বলেন, নারী ও তরুণদের সঙ্গে সাক্ষাৎ করবেন সাসেক্সের ডিউক ও ডাচেস। সাইবার বুলিং, ডিজিটাল জগতে নৃশংসতা ও বৈষম্য প্রতিরোধে সবাইকে সচেতন করতেই এ আয়োজন। দেশটির রাজধানী বোগোটায় একটি বিশ্ববিদ্যালয় ফোরামের ‘দায়িত্বপূর্ণ ডিজিটাল ভবিষ্যৎ’ বিষয়ক আলোচনায় অংশ নেবেন হ্যারি ও মেগান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এরপর ক্যারিবীয় শহর কার্তাগেনায় যাবেন তারা। সেখানে ১৮ শতকে পালিয়ে আসা ক্রীতদাসদের প্রতিষ্ঠিত গ্রাম স্যান ব্যাসিলিও দা প্যালেঙ্ক পরিদর্শন করবেন। আগামীকাল পশ্চিমাঞ্চলীয় কালি শহর পরিদর্শনের মাধ্যমে এ সফর শেষ হবে। শহরটির মেয়র জানিয়েছেন, সেখানে আয়োজিত আফ্রিকান সংগীত উৎসবে যোগ দেবেন এ দম্পতি।  অতীতে একাধিকবার বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ করেছিলেন মেগান।

সর্বশেষ খবর