শিরোনাম
সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
গাজা হামাস যুদ্ধ

গাজা যুদ্ধবিরতির আলোচনা একটি ‘বিভ্রম’: হামাস

এর আগে আলোচনা হয়েছে, কিন্তু তা বাস্তবায়ন হয়নি

ইসরায়েলের গাজা যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতির দাবিকে একটি বিভ্রম হিসেবে বর্ণনা করেছে হামাস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ ব্যক্ত করার পরই এমন মন্তব্য করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। বিবিসির খবরে বলা হয়, কাতারে যুক্তরাষ্ট্রের সমর্থনে দুই দিনের আলোচনার পর প্রেসিডেন্ট বাইডেন শুক্রবার বলেছিলেন, আমরা আগের চেয়ে যুদ্ধবিরতির আরও কাছাকাছি। এ ছাড়া শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে, ইসরায়েলের মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির লক্ষ্যে একটি চুক্তির পথে এগিয়ে যেতে ‘সতর্ক আশাবাদ’ ব্যক্ত করেছে। তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এসব বক্তব্যে আস্থা নেই বলে জানিয়েছে হামাস। বিবিসিকে হামাসের এক উচ্চপর্যায়ের নেতা বলেছেন, এর আগে আলোচনা হয়েছে, কিন্তু তা বাস্তবায়ন হয়নি, মধ্যস্থতাকারীরা শুধু বিভ্রম তৈরি করছে।

এর আগে গত জুন মাসেও হামাস যুদ্ধবিরতির জন্য কিছু শর্ত দিয়েছিল হামাস। এর মধ্যে ছিল স্থায়ী যুদ্ধবিরতি কবে হবে সেই তারিখ আগেই নির্ধারণ করে দিতে হবে। অর্থাৎ অস্থায়ী যুদ্ধবিরতি শুরু হবে, এরপর কথিত আলোচনার মাধ্যমে স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো হবে এমন কোনো কিছু তারা মানবে না। তারা আরও শর্ত দিয়েছিল গাজা থেকে ইসরায়েলের সব সেনাকে প্রত্যাহার করে নিতে হবে। এমনকি গাজা ও মিসরের সীমান্তবর্তী রাফা থেকেও ইসরায়েলি সেনাদের সরে যেতে হবে। এ ছাড়া ইসরায়েলের কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনিদের ব্যাপারেও শর্ত দিয়েছে হামাস। তারা বলেছে, ইসরায়েলের কারাগারে যেসব ‘হাইপ্রোফাইল’ বন্দি রয়েছে তাদের মুক্তি দিতে হবে। আর এক্ষেত্রে ইসরায়েল কোনো আপত্তি করতে পারবে না। যার অর্থ হামাস যে বন্দিকে চাইবে সেই বন্দিকে মুক্তি দিতে হবে।

হামাস আরেকটি প্রধান শর্ত দিয়েছে, সেটি হলো যুদ্ধ শেষ হওয়ার পর গাজাকে পুনর্গঠিত করে দিতে হবে এমন নিশ্চয়তা দিতে হবে।

সর্বশেষ খবর