বুধবার, ২১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

সিকিমে পাহাড় ধসে গুঁড়িয়ে গেল তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র

সিকিমে পাহাড় ধসে গুঁড়িয়ে গেল তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র

ভারতের সিকিম রাজ্যে পাহাড় ধসের কারণে গুঁড়িয়ে গেছে তিস্তা নদীর ওপর নির্মিত জলবিদ্যুৎ কেন্দ্রের একটি অংশ। গতকাল সকালে ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার করপোরেশনের (এনএইচপিসি) তিস্তা স্টেজ ৫ বাঁধের বিদ্যুৎ কেন্দ্রে এ ভূমিধসের ঘটনা ঘটে। এনডিটিভি জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে নিয়মিত ছোটখাটো ভূমিধসের কারণে ৫১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎ কেন্দ্রটি হুমকিতে ছিল। গতকাল সকালে পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে পাওয়ার স্টেশনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নিয়মিত ভূমিধসের কারণে কয়েক দিন আগেই বিদ্যুৎ কেন্দ্রটি খালি করা হয়েছিল। বিদ্যুৎ কেন্দ্রের কাছে কর্মরত ব্যক্তিদের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, পাহাড়ের একাংশ ধীরে ধীরে সরতে থাকে এবং মুহূর্তের মধ্যে এর একটি বিশাল অংশ বিদ্যুৎ কেন্দ্রের ওপর ধসে পড়ে। ভিডিওতে লোকজনের আতঙ্কিত চিৎকারও শোনা গেছে। স্থানীয় সময় সকাল ৭টা নাগাদ পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। ওই পাহাড়ের নিচ দিয়েই জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল গড়ে তোলা হয়েছিল। এ ঘটনায় ১৭ থেকে ১৮টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। যদিও ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তার পরও ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। কয়েক সপ্তাহ ধরে ওই ৫১০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার জলবিদ্যুৎ কেন্দ্রটির কাছাকাছি কয়েকবার পাহাড়ধসের ঘটনা ঘটেছে। ফলে ওই কেন্দ্রটির নিরাপত্তা নিয়ে আশঙ্কা বাড়ছিল। গত বছরের অক্টোবরে সিকিমের লোনাক হিমবাহী হ্রদ ফেটে যায়। এরপর থেকেই তিস্তা বাঁধের এ বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ ছিল। ওই বছর আকস্মিক বন্যায় চুংথাংয়ের তিস্তা বাঁধের কিছু অংশ ভেসে যায়। এটি সিকিমের সবচেয়ে বড় হাইড্রো পাওয়ার প্রজেক্ট।

সর্বশেষ খবর