শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

পাকিস্তানে শেষ মুহূর্তে পেছাল ইমরানের দলের সমাবেশ

জেলবন্দি শীর্ষনেতা ইমরান খানের নির্দেশে গতকালের সমাবেশ পিছিয়ে দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ইমরান খানসহ দলের অন্যান্য নেতাদের ‘ভুয়া’ মামলায় ফাঁসানোর অভিযোগে গতকাল বিকালে রাজধানী শহর ইসলামাবাদে বড়সড় সমাবেশের ডাক দেয় পিটিআই। বাইরে থেকে ইসলামাবাদ শহরের ঢোকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। আড়াআড়িভাবে দাঁড় করানো হয় শিপিং কন্টেনার। পাশাপাশি, শহরের বড় রাস্তাগুলিতেও প্রবেশে জারি হয় নিষেধাজ্ঞা। বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানও। প্রথমে অনুমতি দেওয়া হলেও বুধবার ইসলামাবাদ পুলিশের চিফ কমিশনার ইমরানের দলের সমাবেশের অনুমোদন বাতিল ঘোষণা করেন। তা সত্ত্বেও বৃহস্পতিবারের সমাবেশ হবে বলে জানিয়েছিলেন পিটিআই নেতৃত্ব। এ ছাড়া পাঞ্জাব প্রদেশে গতকাল থেকে শনিবার পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রশাসনের আশঙ্কা, ইসলামাবাদে সমাবেশের প্রভাব পাঞ্জাবেও পড়বে। তার জেরেই আগাম সতর্কতামূলক পদক্ষেপ প্রশাসনের।দুর্নীতির অভিযোগে গত বছর আগস্ট থেকে জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তার বিরুদ্ধে প্রায় ২০০টি মামলা হয়েছে। তার মধ্যে কয়েকটিতে দোষীসাব্যস্তও হয়েছেন তিনি। গতকাল সকালে রাওয়ালপিন্ডির জেলে গিয়ে বন্দি ইমরান খানের সঙ্গে দেখা করেন পিটিআই নেতা আজমে স্বাতী। বেরিয়ে এসে তিনি সমাবেশ পিছিয়ে যাওয়ার ঘোষণা করেন। তার কথায়, ‘ইমরান খানের নির্দেশে সমাবেশটি সেপ্টেম্বরের ৮ তারিখে হবে।’ পাশাপাশি, পূর্বনির্ধারিত সমাবেশে যোগ দেওয়ার জন্য যারা বেরিয়ে পড়েছিলেন তাদের ফিরে যাওয়ার আবেদনও করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর