গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার ধারাবাহিকতায় কায়রো যাচ্ছে হামাসের একটি প্রতিনিধি দল। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, গতকাল তাদের জ্যেষ্ঠ কর্মকর্তা খলিল আল হায়ার নেতৃত্বে এ সফর হতে চলেছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মিসরের নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র জানিয়েছে, গাজা যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে মার্কিন ও ইসরায়েলি প্রতিনিধিরা বৃহস্পতিবার থেকে কায়রোয় বৈঠক করছেন। এদিকে, হামাস কর্মকর্তা মাহমুদ মারদাওয়ি কায়রো সফর সম্পর্কে বলেছেন, এটি আলোচনার পরবর্তী ধাপে তাদের অংশগ্রহণের কোনো নিশ্চয়তা প্রদান করে না। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তি নিশ্চিতে চলতি বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিন ধাপের একটি পরিকল্পনা পেশ করেছিলেন। হামাসের কর্মকর্তা ইজ্জত আল রিশক শনিবার বলেছেন, তারা এই প্রস্তাব বাস্তবায়নে সম্মত আছেন। সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন বাধাপ্রাপ্ত হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি হচ্ছে, হামাস নেতা ইসমাইল হানিয়াহ ও হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যাকাণ্ড। ইসরায়েলকে দুটোর জন্যই দায়ী করা হয়। তবে তারা হানিয়াহর বিষয়ে কোনো মন্তব্য করেনি।