সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

নারীদের মুখ ঢাকা-পুরুষদের দাড়ি বাধ্যতামূলক তালেবানের

নারীদের মুখ ঢাকা-পুরুষদের দাড়ি বাধ্যতামূলক তালেবানের

আফগানিস্তানে নারীদের জন্য মুখ ঢাকা ও পুরুষদের জন্য দাড়ি রাখা বাধ্যতামূলক করেছে তালেবান সরকার। গত সপ্তাহে নীতিনৈতিকতা-বিষয়ক একগুচ্ছ নিয়মকানুনকে আইন হিসেবে কার্যকর করা শুরু করেছেন তারা। আর চলতি সপ্তাহে আফগানিস্তানে ৩৫টি নৈতিকতার আইন আনুষ্ঠানিকভাবে কার্যকরের ঘোষণা দেয় তালেবান সরকার। আফগানিস্তানের বিচার বিভাগ জানিয়েছে, আইনগুলো ইসলামিক শরিয়া আইন অনুযায়ী তৈরি করা হয়েছে। নতুন আইন অনুযায়ী, নারীদের এমন পোশাক পরতে হবে যা তাদের শরীর ও মুখ সম্পূর্ণভাবে ঢেকে রাখে। নিষিদ্ধ করা হয়েছে পুরুষদের দাড়ি কাটা। বাদ দেওয়া যাবে না নামাজ আদায় ও রোজা পালন। এ ছাড়া গাড়ি চালানোর সময় গান বাজানোও নিষিদ্ধ করা হয়েছে। আইন লঙ্ঘনের শাস্তির মধ্যে রয়েছে উপদেশ, পরকালীন শাস্তির সতর্কতা, মৌখিক হুমকি, সম্পত্তি বাজেয়াপ্ত, এক ঘণ্টা থেকে তিন দিন পর্যন্ত প্রকাশ্য জেলে আটক অথবা প্রয়োজন অনুযায়ী অন্য যে কোনো শাস্তি।

 

সর্বশেষ খবর