বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

দ্রুত কমছে ওয়াই ক্রোমোজম

দ্রুত কমছে ওয়াই ক্রোমোজম

মানুষের দেহের প্রতি কোষে একজোড়া সেক্স ক্রোমোজম থাকে। এক্স এবং ওয়াই। নারীদেহে এই একজোড়া সেক্স ক্রোমোজোমের দুটিই এক্স। তবে পুরুষ দেহে থাকে একটি এক্স এবং একটি ওয়াই ক্রোমোজোম। ডিম্বানুর নিষেকের সময় সেটি এক্স না ওয়াই কোন টাইপ ক্রোমজমের সঙ্গে মিলিত হচ্ছে তার উপর নির্ভর করে গর্ভস্থ সন্তানের লিঙ্গ। ‘প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস’ জার্নালে উল্লিখিত গবেষণায় বলা হয়, ওয়াই ক্রোমোজম ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, অচিরেই এমন দিন আসছে, যখন পৃথিবী গ্রহ হয়ে উঠতে পারে পুরুষশূন্য। এ বিশ্বে থাকবে শুধু মেয়েরাই।

গবেষণাটি করা হয় ইঁদুরের উপর। সে পরীক্ষায় দেখা গিয়েছে, ‘মেল-ডিটারমিনিং জিন’ তথা ওয়াই ক্রোমজোমে বড়সড় বিবর্তন ঘটছে। পুরুষ ক্রোমোজোমের হ্রাস মানব জাতির বেঁচে থাকা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। গবেষণায় বলা হয়, যেখানে ১৬৬ মিলিয়ন বছর আগে ৯০০ ওয়াই ক্রোমোজোম ছিল, এখন তা কমে হয়েছে মাত্র ৫৫। যদি এই প্রবণতা অব্যাহত থাকে, তাহলে পরবর্তী ১১ মিলিয়ন বছরে ওয়াই ক্রোমোজম সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যেতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর