১০ মাসের বেশি সময় পর ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখন্ড দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গে থেকে এক ইসরায়েলি জিম্মিকে উদ্ধার করেছে দেশটির সামরিক বাহিনী। গত বছরের অক্টোবরের ৭ তারিখে হামাসের হামলার সময় তাকে জিম্মি করা হয়।
বিবিসি জানিয়েছে, জিম্মি হওয়া ব্যক্তি কায়েদ ফারহান আলকাদি (৫২)। তিনি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেদুইন সম্প্রদায়ের। গাজা সীমান্তের কিবুতজে তিনি নিরাপত্তারক্ষীর দায়িত্বে ছিলেন। উদ্ধারের পর তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তাঁর অবস্থা এখন স্থিতিশীল।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারি বলেন, গাজায় ভূগর্ভস্থ একটি সুড়ঙ্গে অভিযান চালিয়ে মঙ্গলবার ফারহানকে উদ্ধার করা হয়। এটা খুবই ‘জটিল’ অভিযান ছিল বলেও মন্তব্য করেন তিনি। তবে জিম্মিদের নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার বিবেচনা করে বিস্তারিত তথ্য জানায়নি ইসরায়েলি বাহিনী। একজন সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, যে এলাকায় ফারহানকে পাওয়া গেছে, সেখানে ইসরায়েলি সেনারা কাজ করছিলেন। ধারণা করা হচ্ছিল, সেখানে বিস্ফোরকসহ হামাস যোদ্ধারা আছেন, পাশাপাশি ইসরায়েলি জিম্মিদেরও রাখা হয়েছে। ইসরায়েলের সংবাদপত্র হারেৎজ জানিয়েছে, ইসরায়েলি বাহিনী উদ্ধার করার আগে আলকাদি অপহরণকারীদের কাছে থেকে পালাতে সক্ষম হয়েছিল।