শিরোনাম
শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

প্রথমবারের মতো ইরান সরকারে নারী মুখপাত্র

ইরান সরকারে এ প্রথম মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন একজন নারী। তিনি হলেন ফাতেমেহ মোহাজেরানি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে ফাতেমেহকে এ পদে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যদিয়ে দেশটিতে প্রথমবার কোনো নারীকে সরকারের মুখপাত্র করা হলো।

১৯৭০ সালে ইরানের আরক শহরে জন্ম ফাতেমেহর। স্কটল্যান্ডের এডিনবরার হেরিয়ট-ওয়াট ইউনিভার্সিটি থেকে ব্যবসা প্রশাসনে ডক্টরেট করেছেন তিনি।

এর আগে ৫৪ বছর বয়সি মোহাজেরানি ইরানের একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ খবর