শিরোনাম
শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

পরমাণু অস্ত্র বহনে সক্ষম সাবমেরিন উদ্বোধন করল ভারত

নয়াদিল্লি প্রতিনিধি

পরমাণু অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার সাবমেরিন উদ্বোধন করল ভারত। বঙ্গোপসাগরে বিশাখাপত্তনম নৌঘাঁটিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকাল এর উদ্বোধন করেন। এ সাবমেরিন থেকে একটি পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র ৭৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সাবমেরিনটির নাম আড়িঘাট (শত্রু বিনাশকারী)। এটি ভারতের দ্বিতীয় সাবমেরিন। প্রথমটির নাম ওরিহান্ট।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভারতের পরমাণু অস্ত্রসম্ভার বৃদ্ধির কর্মসূচি মূলত আত্মরক্ষার জন্য। তাদের পরমাণু নীতি হলো প্রথম আক্রমণ না করা। এ সাবমেরিন উপমহাদেশে শক্তির ভারসাম্য রক্ষা করতে সমর্থ হবে বলে বিবৃতিতে বলা হয়। প্রতিরক্ষামন্ত্রী বলেন, এ সাবমেরিন ভারতের    নৌবাহিনীর যাত্রার পথে আরেকটি মাইলফলক।

সর্বশেষ খবর