শনিবার, ৩১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

অভিবাসন ও ইসরায়েল প্রশ্নে নিজের অবস্থান জানালেন কমলা

অভিবাসন ও ইসরায়েল প্রশ্নে নিজের অবস্থান জানালেন কমলা

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে কঠোর অভিবাসন নীতি প্রণয়নের অঙ্গীকার করেছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পদপ্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ইসরায়েলে অস্ত্র সহায়তাও তিনি বন্ধ করবেন না বলে জানিয়েছেন। প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পর বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে হ্যারিস বিভিন্ন বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরে এসব কথা বলেছেন।

সিএনএনের সঞ্চালক ডানা ব্যাশের সঙ্গে এ সাক্ষাৎকারে হ্যারিস বলেছেন, অভিবাসনের রাশ টেনে ধরতে তিনি একটি নতুন করে পরিপূর্ণ সীমান্ত আইন প্রণয়নের চেষ্টা নেবেন। তাছাড়া, যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে যেসব আইন আছে সেগুলো প্রয়োগের অঙ্গীকার করেন হ্যারিস। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়া মানুষের ঢল ঠেকাতে আমাদের আইন আছে। এগুলো অনুসরণ ও প্রয়োগ করতে হবে। ওদিকে ইসরায়েলের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থনের সঙ্গে সাক্ষাৎকারে একাত্মতা প্রকাশ করেছেন হ্যারিস।

গাজা যুদ্ধে ব্যাপক প্রাণহানির প্রেক্ষাপটে ইসরায়েলকে সামরিক সহায়তা দিতে অনেকের আপত্তিকে নাকচ করে দিয়ে হ্যারিস বলেছেন, আত্মরক্ষার্থে ইসরায়েলের শক্তিমত্তা থাকাটা তিনি সমর্থন করেন। তবে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তি চুক্তিও হতে হবে। ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ রাখার উচিত কি না সে বিষয়ে প্রশ্ন করা হলে হ্যারিস বলেন, ‘না, আমাদের একটি যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তি চুক্তি করতে হবে।’

হ্যারিস যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পর থেকেই জনপ্রিয়তায় এগিয়ে যাচ্ছেন। নির্বাচনি প্রচার চালানোর জন্যও কোটি কোটি ডলার অনুদান পাচ্ছেন তিনি। জনসভায় ভাষণ দিলেও টিভিতে সাক্ষাৎকারের মতো অনুষ্ঠানে হ্যারিস কথা বলায় সাবলীল নন বলে সমালোচকরা মন্তব্য করলেও বৃহস্পতিবার সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারে তাকে বড় ধরনের কোনো ভুল করতে দেখা যায়নি।

সর্বশেষ খবর