তেলাপিয়া মাছ ছড়িয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। আর এ জন্য এই মাছ নির্মূলে উঠেপড়ে লেগেছে থাইল্যান্ড সরকার। বিবিসি জানায়, ‘এ যাবতকালের সবচেয়ে আক্রমণাত্মক প্রজাতি হিসেবে’ বর্ণনা করা হয়েছে তেলাপিয়া মাছকে। থাইল্যান্ডে অনেকেই পানিতে নেমে মাছটি ধরার চেষ্টা করছেন। তা ছাড়া জেনেটিক পরিবর্তনের মাধ্যমেও মাছটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যেই থাইল্যান্ডের প্রায় ১৭টি প্রদেশে ব্যাকচিন তেলাপিয়া ছড়িয়ে পড়ছে। কীভাবে তেলাপিয়া এমন দ্রুত ছড়াচ্ছে তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে থাইল্যান্ডের পার্লামেন্ট। ব্যাংককের এমপি নাত্তাচা বুনচাইনসাওয়াত বলেন, ‘আমরা একটি বিধ্বস্ত ইকোসিস্টেম পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাব না।’ এর আগেও ব্যাকচিন তেলাপিয়ার প্রাদুর্ভাবের সম্মুখীন হয়েছে থাইল্যান্ড। তবে এবারের প্রাদুর্ভাব এর আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। নাত্তাচা জানান, এবার ব্যাকচিন তেলাপিয়ার কারণে থাইল্যান্ডের ১০ বিলিয়ন বাথ ক্ষতিগ্রস্ত হবে। সংশ্লিষ্টরা বলছেন, মূল সমস্যা হলো ব্যাকচিন তেলাপিয়া ছোট মাছ, চিংড়ি এবং শামুকের লার্ভা শিকার করে।