শিরোনাম
বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

হাতে হাত ধরে কমলা ও বাইডেন নির্বাচনি প্রচারে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

হাতে হাত ধরে কমলা ও বাইডেন নির্বাচনি প্রচারে

যুক্তরাষ্ট্রের নির্বাচনের আর সাকল্যে বাকি দুই মাস। ফলে নির্ঘুম ছোটা চলছে দুই প্রধান প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের। এর মধ্যে আগামীকাল প্রেশিডেন্সিয়াল ডিবেট বা বিতর্ক। তার আগে যাচ্ছেতাইভাবে কমলার সমালোচনা কর চলেছেন ট্রাম্প। ওদিকে হাতে হাত মিলিয়ে প্রচার চালাচ্ছেন বাইডেন-কমলা। সোমবার হাতে হাত রেখে একসঙ্গে নির্বাচনি প্রচার চালিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডেমোক্র্যাটিক প্রেসিডেন্টপ্রার্থী কমলা হ্যারিস। কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাইডেনের স্বীকৃতির পর এটিই তাদের প্রথম একত্র প্রচার। ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের প্রতিদ্বন্দ্বী প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন নির্বাচনে পেনসিলভানিয়া খুব কঠিন লড়াইয়ের জায়গা বলে মনে করা হচ্ছে। তাই সেখানকার ভোটারদের কাছে টানার চেষ্টাতেই সেখানে প্রচার করেছেন বাইডেন ও কমলা। সেখানে ‘উই আর নট গোয়িং ব্যাক!’ সমর্থকদের ভিড় থেকে এরকম চিৎকার ওঠে। চিৎকারটা ওঠে কমলা হ্যারিসের নির্বাচনি প্রচারে। এ কথাটি এলে কমলা হ্যারিসেরই নির্বাচনি প্রচারে ব্যবহৃত স্লোগানগুলোর একটি। সোমবার বাইডেন ও কমলা পিটসবার্গে শ্রমিক সংঘের সদস্যদের সঙ্গে দেখা করেন। তারা পাশাপাশি দাঁড়িয়ে প্রায় ৬০০ সমর্থকের উদ্দেশে বক্তৃতাও করেন। সেই বক্তৃতায় বাইডেন বলেন, আমাদের অনেকটাই অগ্রগতি হয়েছে এবং এর ওপর ভিত্তি করে আমি ও কমলা আরও উন্নতি করছি। কমলা এ অগ্রগতিকে আরও এগিয়ে নিয়ে যাবেন। সহযোগিতা করার জন্য যা কিছু করার, তা আমি করব!

 

সর্বশেষ খবর