বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

চল্লিশের পর আর চশমা নয় চোখের ড্রপই সমাধান

চল্লিশের পর আর চশমা নয় চোখের ড্রপই সমাধান

একটা নির্দিষ্ট বয়স পার হওয়ার পর চোখে সমস্যা হওয়া একটা মানুষের সাধারণ বিষয়। বিশেষ করে ৪০ পেরুনোর পর। এই বয়সে প্রায় সব মানুষকে তাই চশমা পরতেই হয়। চশমা পরাটা অনেকের কাছে বেশ ঝামেলার মনে হয়। এ অবস্থা থেকে উত্তরণের জন্য একদল গবেষক চোখের ড্রপের আবিষ্কার করেছে। যা চোখকে ভালো রাখবে। নতুন এ চোখের ড্রপের নাম প্রেস ভু। ইতোমধ্যে ভারত সরকার একে ছাড়পত্র দিয়েছে। মুম্বাইয়ের একটি ওষুধ প্রস্তুত সংস্থা এই চোখের ড্রপটি তৈরি করেছে। বিশ্বজুড়ে ১.০৯ বিলিয়ন মানুষ এ ড্রপ ব্যবহার করে সুফল পেয়েছে। সাধারণত মানুষের ৪০ বছর বয়স হলে তার কাছের দৃষ্টি কমে আসে। এ অবস্থা প্রায় সবার চোখে হয়। সেই সময় থেকে অনেকে চশমা ব্যবহার করেন। কিন্তু নতুন এ ড্রপ ব্যবহার করলে এ সমস্যা থেকে মুক্তি মিলবে। সেক্ষেত্রে চশমা নিতে হবে না। ভারতের ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়া জানিয়েছে, ৪০ বছর বয়স হলে লেখাপড়া করার জন্য যে সমস্যা হয় তা দূরে রাখতে পারে এই প্রেস ভু ড্রপ। যারা এর ব্যবহার করেছে তারা ইতোমধ্যে সুফল পেয়েছে। শুধু ভালো দৃষ্টি নয়, চশমা ব্যবহার যত কম করা যায় তা খেয়াল রাখবে এই চোখের ড্রপ। চিকিৎসকরা জানিয়েছেন, এই ড্রপ ব্যবহার করে অনেক মানুষ উপকার পেয়েছে। তাই চিকিৎসা ক্ষেত্রে এর অবদান অনেক বেশি হবে। আগামী মাস থেকে ভারতে ওষুধের দোকানে মিলবে এ চোখের ড্রপ। এর দাম হবে ৩৫০ রুপি।

সর্বশেষ খবর