শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

নিউজিল্যান্ডে মাওরিরা পেল নতুন রানি

নিউজিল্যান্ডে মাওরিরা পেল নতুন রানি

নিউজিল্যান্ডের মাওরি জাতিগোষ্ঠীর রাজা তুহেইশিয়ার মৃত্যুর পর তার ২৭ বছর বয়সী মেয়ে এনগা ওয়াই হোনো ই তে পো নতুন রানি হয়েছেন। গতকাল অষ্টম মাওরি শাসক হিসেবে নতুন রানিকে মুকুট পরিয়ে তার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন করেছে আদিবাসী মাওরি প্রধানদের কাউন্সিল। মাওরি রাজা তুহেইশিয়া গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। রাজার মৃত্যুতে খালি পড়ে ছিল সিংহাসন। কে তাতে আসীন হবেন তা নিয়ে জল্পনা চলছিল। ঐতিহ্য অনুযায়ী রাজার ছেলেই সাধারণত সিংহাসনে আসীন হয়ে থাকেন। রাজার দুই ছেলেসন্তান আছে। ধারণা করা হচ্ছিল, তাদেরই কেউ একজন রাজার উত্তরসূরি হবেন। কিন্তু শেষ পর্যন্ত প্রথা ভেঙে অপ্রত্যাশিতভাবে সিংহাসনের জন্য বেছে নেওয়া হয় প্রয়াত রাজার ছোট সন্তান এবং একমাত্র মেয়ে এনগাকে। মাওরি সম্প্রদায়ের অনেকেই এ সিদ্ধান্তকে এক নব সূচনা এবং পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছেন। বিবিসি জানায়, এনগা মাওরি জনগোষ্ঠীর দ্বিতীয় রানি। প্রথম রানি ছিলেন তার দাদি তে আরিকিনুই দামে তে আতাইরাঙিকাহু। নতুন রানি  সংস্কৃতি স্টাডিজে মাস্টার্স করেছেন এবং তিনি ঐতিহ্যবাহী কাপা হাকা মাওরি নৃত্যকলায় শিক্ষকতা করেন। মাওরি রাজতন্ত্র চলে আসছে সেই ১৯ শতক থেকে। মাওরিদের মধ্যে রাজা বা রানির একটি প্রভাব রয়েছে। তারা এই জনগোষ্ঠীর মধ্যে সম্মানীয় ব্যক্তিত্ব।

সর্বশেষ খবর