শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

বেইজিংয়ে চীন-আফ্রিকা শীর্ষ সম্মেলন শুরু

বেইজিংয়ে শুরু হয়েছে চীন-আফ্রিকা সহযোগিতার (এফওসিএসি) ফোরামের শীর্ষ সম্মেলন। গতকাল শুরু হওয়া শীর্ষ সম্মেলনটি সাম্প্রতিক বছরগুলোতে চীনের বৃহত্তম কূটনৈতিক আয়োজন। এতে ৫০টিরও বেশি আফ্রিকান নেতাসহ দেশগুলোর ৩ হাজার ২০০ জনের বেশি প্রতিনিধি এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও এ সম্মেলনে অংশ নিয়েছেন। এবারের চীন-আফ্রিকা সম্মেলনের থিম হলো, ‘আধুনিকীকরণে অগ্রসর হওয়া এবং একটি অভিন্ন ভবিষ্যৎকে মাথায় রেখে উচ্চস্তরের চীন-আফ্রিকা সম্প্রদায় গড়ে তোলা’। তিন দিনের এ আয়োজনের লক্ষ্য চীন ও আফ্রিকার মধ্যে বন্ধুত্ব শক্তিশালী করা এবং ভবিষ্যতের সহযোগিতার রূপরেখা তৈরি করা। গতকাল সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেন। ভাষণে তিনি বলেন, ২৪ বছর ধরে চীন ও আফ্রিকার মানুষ আন্তরিকতার ভিত্তিতে যৌথভাবে সামনে এগিয়েছে। আন্তর্জাতিক পরিবর্তনের প্রেক্ষাপটে চীন ও আফ্রিকার দেশগুলো নিজের বৈধ অধিকার রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। শি জিনপিং আরও বলেন, আগামী তিন বছরে ১০টি কার্যক্রমে আফ্রিকার সঙ্গে কাজ করতে চায় চীন। এর মধ্যে রয়েছে শিক্ষা, বাণিজ্য, শিল্প চেইনের অংশীদারি, সংযোগ ও উন্নয়নের অংশীদারি, স্বাস্থ্য খাতে অংশীদারি, কৃষি ও কৃষকের সুবিধা, মানবিক ও সাংস্কৃতিক বিনিময়, সবুজ উন্নয়ন ও নিরাপত্তার অংশীদারি।

এদিকে, চীনা সংবাদমাধ্যম সিজিটিএনকে দেওয়া সাক্ষাৎকারে অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, চীন-আফ্রিকা সহযোগিতা আফ্রিকার বৈষম্যগুলো মোকাবিলায় সহায়তা করবে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনেও এটি গুরুত্বপূর্ণ সুযোগ তুলে ধরে।

 

সর্বশেষ খবর