শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

আফগানি মুদ্রার উত্থান, বিশ্বব্যাংকের পূর্বাভাস ভুল প্রমাণিত

বিশ্বের অনেক দেশের মুদ্রার মান ডলারের বিপরীতে কমতির দিকে থাকলেও আফগানিস্তানের মুদ্রা আফগানি ডলারের বিপরীতে এক বছরে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এক বছরে আফগানি মুদ্রার মান ডলারের বিপরীতে ১৭.২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রিয় ব্যাংক জানায়, গত বছর আরও ১৪৯টি নতুন প্রতিষ্ঠানকে মুদ্রা বিনিময় এবং আর্থিক সেবার লাইসেন্স দেওয়া হয়েছে। ফলে আফগানিস্তানের মোট আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা এখন দাঁড়িয়েছে ১ হাজার ৭৮০। এছাড়া পুরনো ৭ বিলিয়নের বেশি আফগানি মুদ্রা সংগ্রহ করে তা নতুন মুদ্রায় পরিবর্তন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর